Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জানুয়ারি ২০২৫

চেয়ারম্যান

কমান্ডার জাহিরুল আলিম (TAS), psc, MDS, BN(Retd.)

 

কমান্ডার জাহিরুল আলিম (ট্যাজ), পিএসসি, এমডিএস, বিএন (অব:) ৫ই আগষ্ট ১৯৬২ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্থায়ী নিবাস পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে। শৈশবকাল ঢাকায় অতিবাহিত করে বাল্যকালে তিনি মতিঝিল স্কুল হতে এসএসসি এবং স্বনামধন্য নটরটেম কলেজ হতে ১৯৮০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ১৯৮২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদান করে নির্বাহী শাখার কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। কর্মকাল শুরুতেই ১৯৮৬ হতে ২০০৫ সাল পর্যন্ত তিনি বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইন্সট্রাক্টর হিসেবে বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ) সহ বিভিন্ন ট্রেনিং স্কুলসমূহে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নৌ সদর দপ্তরের বিভিন্ন বিভাগের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালের জুন মাস হতে ২০০৬ সালর জুন মাস পর্যন্ত আইভরি কোস্টে জাতিসংঘের কন্টিনজেন্ট সদস্য হিসেবে "মুভকন অফিসার” পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। অত:পর  জুন/২০০৬ হতে মার্চ/২০০৭ সাল পর্যন্ত "নৌ-বাহিনী প্রধানের ব্যক্তিগত সচিব" হিসেবে দক্ষতা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিএনএস কপোতাক্ষ (বাংলাদেশ নৌ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ) এর কমান্ডিং অফিসার এবং বিএনএস শহীদ মোয়াজ্জেম (বিএন এর প্রধান প্রশিক্ষণ সংস্থা) কাপ্তাইয়ে ট্রেনিং কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

অবসর গ্রহণের পূর্বে জানুয়ারী/২০১০ হতে জুলাই/২০১২ সাল পর্যন্ত প্রেষনে প্রকল্প পরিচালক হিসেবে কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সেখানেও তিনি তৎকালীন সময়ে সর্বোচ্চ রাজস্ব আদায়ের মাধ্যমে নিজের কর্মদক্ষতার স্বাক্ষর রাখেন। তিনি কর্মকালীন জীবনের ৩০ বছরের মধ্যে প্রায় ২৬ বছরের বেশি সময় কমিশন অফিসার হিসেবে নৌবাহিনীতে অতিবাহিত করে ২০১২ সালে অবসর গ্রহণ করেন।
অবসরকালীন সময়ে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নভেম্বর/২০১২ হতে আগস্ট/২০১৪ পর্যন্ত কর্মকাল অতিবাহিত করেন। পরবর্তীতে ২০১৪ সালে তিনি ঢাকা ক্লাবের সিইও এবং সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রায় ৬ বছর এই দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মিল্কভিটার অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কর্মরত রয়েছেন।

চাকুরী ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের জন্য তিনি বিভিন্ন দেশে বিশেষ করে পাকিস্তান, ইটালি, জার্মানি, যুক্তরাজ্য, আমেরিকায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও পোর্ট অ্যান্ড হারবার সিকিউরিটি ম্যানেজমেন্ট, কমান্ড এবং স্টাফ, সোনার সিস্টেম, টর্পেডো শিপ বর্ন সিস্টেম এবং আন্ডার ওয়াটার ওয়ারফেয়ার সহ বিভিন্ন কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। বিশেষভাবে উল্লেখ্য যে, তিনি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের “ব্রিটেনিয়া রয়েল নেভাল কলেজ” থেকে ইন্টারন্যাশনাল মিডশিপমেন কোর্সে সফলতার সাথে উত্তীর্ণ হন। পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি তৎকালীন জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৯ সালে এমএসসি (এমডিএস) ডিগ্রী অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।