ক) রুপকল্প:
দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা।
খ) অভিলক্ষ্য:
বাংলাদেশের ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের সু-সংগঠিত করে তাদের আর্থ সমাজিক উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য সামগ্রি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
নং
|
সেবার নাম
|
সেবা প্রদানের পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান
|
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময় সীমা
|
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা
(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল
|
---|---|---|---|---|---|---|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
১
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি গঠন করা
|
সরেজমিনে জরীপ করে সমিতি গঠন করা
|
আবেদনপত্রের মাধ্যমে স্থানীয় মিল্কভিটা অফিসে আবেদন করা
আবেদন লিংক
|
বিনামূল্যে সেবা দেয়া হয়;
|
৯০ (নব্বই) কার্যদিবস
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি)
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬
ই-মেইল: societymilkvita.ho@hotmail.com
ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
|
২
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের দুধ ন্যায্য মূল্যে ক্রয় করা
|
দু্ধের ননীর পরিমাণের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা
ডাউনলোড
|
দুগ্ধ পাঠানোর চালান, স্থানীয় মিল্ক ভিটা অফিসে
|
বিনামূল্যে সেবা দেয়া হয়;
|
০৭ (সাত) দিন
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি)
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬
ই-মেইল: societymilkvita.ho@hotmail.com
ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
|
৩
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের গাভীকে বিনামূল্যে কৃত্রিম প্রজনন করা
|
প্রতিষ্ঠানের নিজস্ব প্রজননকারীদের দিয়ে সেবা প্রদান করা
|
ফোন কলের মাধ্যমে প্রজননকারীকে জানাতে হবে
|
১০০ টাকা
|
১২ (বারো) ঘন্টা
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি)
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬
ই-মেইল: societymilkvita.ho@hotmail.com
ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
|
৪
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের গাভীকে বিনামূল্যে চিকিৎসা টিকা ও ঔষধ প্রদান করা
|
প্রতিষ্ঠানের নিজস্ব প্রাণি চিকিৎসকদের দিয়ে সেবা করা
|
ফোন কলের মাধ্যমে এবং মাসিক সিডিউল অনুযায়ী পশুচিকিৎসককে জানাতে হবে
|
বিনামূল্যে সেবা দেয়া হয়;
|
জানানোর পর
০০:৩০ মিনিট
থেকে ০৬:০০ ঘন্টা
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি)
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬,
ই-মেইল: societymilkvita.ho@hotmail.com
ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
|
৫
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মধ্যে ”লাভ নয়-ক্ষতিও নয়” ভিত্তিতে দানাদার গো-খাদ্য বিতরণ করা
|
প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় উৎপাদিত গো-খাদ্য সরবরাহ করা
|
আবেদনপত্রের মাধ্যমে স্থানীয় মিল্কভিটা অফিসে আবেদন করা
|
মিল্ক ইউনিয়নের গো-খাদ্যের বাজারমূল্যে অনুযায়ী সেবা দেয়া হয়;
|
০৭ (সাত) কার্যদিবস
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি), লাহিড়ী মোহনপুর;
ই-মেইল: drkrkarim@gmail.com
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬
|
৬
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মধ্যে প্রয়োজনীয়তার ভিত্তিতে গাভীঋণ বিতরণ করা
|
সুদ বিহীন /সেবা মূল্য সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা
|
আবেদনপত্রের মাধ্যমে স্থানীয় মিল্কভিটা অফিসে আবেদন করা
|
মিল্ক ইউনিয়নের ঋণ নীতিমালা অনুযায়ী সেবা দেয়া হয়;
|
০৭ (সাত) কার্যদিবস
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি)
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬
ই-মেইল: societymilkvita.ho@hotmail.com
ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
|
৭
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের মধ্যে প্রয়োজনীয়তার ভিত্তিতে ঘাসের বাীজ বিতরণ করা;
|
বিভিন্ন মৌসুমে সদস্যদের মধ্যে ঘাসের বীজ বিতরণ করা;
|
আবেদনপত্রের মাধ্যমে স্থানীয় মিল্ক ভিটা অফিসে আবেদন করা;
|
বিনামূল্যে সেবা দেয়া হয়;
|
০৭ (সাত) কার্যদিবস
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি)
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬
ই-মেইল: societymilkvita.ho@hotmail.com
ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
|
৮
|
প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের গাভীকে বিনামূল্যে টিকা প্রদান করা;
|
প্রতিষ্ঠানের নিজস্ব প্রাণি চিকিৎসক ও প্রজননকারীদের দিয়ে টিকা প্রদান করা;
|
মাসিক সিডিউল অনুযায়ী পশুচিকিৎসকগণ বিভিন্ন রোগের টিকা প্রদান করবেন;
|
বিনামূল্যে সেবা দেয়া হয়;
|
০৭ (সাত) কার্যদিবসে কার্য সম্পাদন করতে হবে;
|
জনাব খন্দকার রেজাউল করিম
উপ-মহাব্যবস্থাপক (সমিতি)
মোবাইল নম্বর: ০১৭১২-০৫৪৯৯৬
ই-মেইল: societymilkvita.ho@hotmail.com
ও সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
|
৯
|
হোম ডেলিভারীর মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ।
|
টেলিফোন/ ই-মেইল/মিল্কভিটা অ্যাপ
|
প্রযোজ্য নয়
|
বিনামূল্যে সরাসরি বা টেলিফোনিক।
|
1-2 কার্যদিবস
|
এস. এম. খোশবুল আলম
ব্যবস্থাপক (বিপণন) ও ইনচার্জ
মোবাইল নং-০১৩২১১৪৩৬৭৩
ই-মেইলঃ tipumilkvita@gmail.com
|
১০
|
অনলাইন পোর্টাল এর মাধ্যমে চাহিদা সংগ্রহ পূর্বক ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ।
|
অনলাইন লিংক
http://ecommerce.rdcd.gov.bd
|
http://ecommerce.rdcd.gov.bd
|
বিনামূল্যে
|
1-2দিন
|
জনাব মোঃ শহীদুর রহমান
ব্যবস্থাপক (বিপণন)
মোবাইল নম্বর: ০১৩২১-১৪৩৭২৯
ই-মেইল: shahidurmilkvita@gmail.com
|
১১
|
ভ্রাম্যমান গাড়ীর মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহ।
|
নির্ধরিত এলাকা যেমন, রমনা পার্ক, মৎস্য ভবন, উত্তরা ১৮ নং সেক্টর, ৪ নং সেক্টর, ৭ ও ১১ নং সেক্টর পার্কে ভ্রাম্যমান গাড়িতে।
|
ভ্রাম্যমান গাড়ি হতে ক্রেতা সরাসরি খুচরা মূল্যে ক্রেতাদের নিকট পণ্য ক্রয় করে।
|
বিনামূল্যে
|
সরাসরি
|
মোঃ জাকির হোসেন
উপ ব্যবস্থাপক (বিপণন)
মোবাইল নম্বর: ০১৩২১১৪৩৭৪১
ই-মেইল: marketing.ddp@hotmail.com
|
১২
|
অভিযোগ নিস্পত্তি
|
ক) রিক্সাভ্যান চালক/ পরিবেশক এর মাধ্যমে সরাসরি আলোচনা।
খ) প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্তৃক সরাসরি আলোচনা।
গ) পণ্য পরিবর্তনের মাধ্যমে।
|
ক) ভোক্তা বা খুচরা বিক্রেতা কর্তৃক সরাসরি বা টেলিফোনিক।
|
বিনামূল্যে
|
ক) তাৎক্ষনিক
খ) ১/২ দিনের মধ্যে
|
এস. এম. খোশবুল আলম
ব্যবস্থাপক (বিপণন) ও ইনচার্জ
মোবাইল নং-০১৩২১১৪৩৬৭৩
ই-মেইলঃ tipumilkvita@gmail.com
|